নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। গত বছরেই চর্চিত ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে অভিনেত্রীর ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর কৌতূহল। পরে জানা যায়, সম্পর্কে জরিয়েছেন তাঁরা। আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর শীঘ্রই পরিণতির দিকে এগোচ্ছেন সুকান্ত-অনন্যা। 

প্রেম শুরুর প্রথম থেকে দু'জনই ভেবেছিলেন বিয়ে করে সারাজীবন একসঙ্গে ভাল থাকবেন। যেমন ভাবা তেমনই কাজ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাগদান সারছেন অনন্যা ও সুকান্ত। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই প্রস্তুতি তুঙ্গে। এই বিশেষ দিনকে কেন্দ্র করে কী ভাবনা-চিন্তা রয়েছে অনন্যা-সুকান্তর, জানালেন নিজেরাই।

দুই পরিবারের মধ্যে ইতিমধ্যেই বাগদানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে সবকিছু দেখেশুনে নিচ্ছেন অনন্যা-সুকান্তই। সব ব্যস্ততার মধ্যেও ঠিক সময় বের করে নিচ্ছেন দু’জনে। একে অপরকে ওই দিন কী সারপ্রাইজ দিচ্ছেন তাঁরা? অনন্যা জানালেন, “সারপ্রাইজ তো কিছুই থাকছে না, সবকিছু দু’জনে মিলে আলোচনা করে করছি। তাই দু’জনেই সব জানি। তবে দেখা যাক সেদিন বিশেষ কিছু করা যায় কিনা।“ অন্যদিকে, সুকান্তর কথায়, “একটা নাচের পারফরম্যান্সের কথা হচ্ছে। মজার ব্যাপার, সেখানে সবাই নিজেদের নাচ ঠিক করে নিয়েছে আর আমাদেরটাই ঠিক করে ওঠা হয়নি। তবে আমি এই পারফরম্যান্সের জন্য খুব মনোযোগ দিয়ে নাচ শিখছি। নাচে ভর্তি হয়েছি এই বিশেষ দিনের জন্য,  এটাই বোধহয় সারপ্রাইজ। আমি সেদিন পাল্লা দিয়ে সকলের সঙ্গে নাচ করব।” 

প্রেমের সম্পর্ক হলেও সবার আগে দু’জনে একে অপরের বন্ধু। যে কোনও সমস্যা হলেই প্রথমে তারা দু’জন আলোচনা করেন, একে অপরের সমস্যার সমাধান বের করেন বলেই জানালেন অনন্যা-সুকান্ত। আপাতত বাগদান সারলেও সামাজিক বিয়ের তারিখ এখনও ঠিক করেননি যুগল।